যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) দিবস ২০২০ উদযাপিত হবে শনিবার (২৫ জানুয়ারি)।
দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহত্তর যশোর জেলার প্রথম ও একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়টি শনিবার ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় দিবস পালনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। সভাপতিত্ব করবেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্ট অনুষ্ঠিত হবে।