ইবিতে এখনো ৫৯ আসন ফাঁকা!

বিবিধ, ক্যাম্পাস

ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 03:21:25

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ২য় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির পরও এখনো বিভিন্ন বিভাগে ৫৯টি আসন খালি রয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার পরিচালক এ টি এম এমদাদুল আলম বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি জানান, ২য় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির পরও চারটি বিভাগে এখনো ৫৯টি আসন খালি রয়েছে। পরবর্তীতে ৩য় অপেক্ষমাণ তালিকা থেকে তা পূর্ণ করা হবে।

খালি থাকা আসন বিভাগগুলো হলো- আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ২০টি, ফোকলোর স্টাডিজ বিভাগে ১টি, পরিসংখ্যান বিভাগে ১৭টি এবং গণিত বিভাগে ২০টি আসন।

উল্লেখ্য, অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ও এ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে জানা যাবে।

এ সম্পর্কিত আরও খবর