ঢাবিতে জালিয়াতি করে ভর্তি হওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 18:17:11

প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ৬৩ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিয়ন্ত্রকের কার্যালয় থেকে বহিষ্কৃতদের স্ব স্ব বিভাগে এসব তালিকা পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে তালিকা সম্পর্কে কারো বক্তব্য পাওয়া যায়নি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) স্থায়ীভাবে বহিষ্কৃত ৬৩ শিক্ষার্থীর নাম-পরিচয় প্রকাশে আল্টিমেটাম দেয় বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংগঠন ডাকসু।


প্রকাশিত তালিকায় দেখা যায়,বহিষ্কৃত ৬৩ শিক্ষার্থীদের নাম, বিভাগ,হলের নাম এবং সেশন উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় ৬৭ জন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর