সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নিল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শাখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে দুপুর ৩টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলে রাত ৯টা পর্যন্ত।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান নোবেল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আবু সাঈদ ফেরদৌস, ছাত্র ইউনিয়ন জবি শাখার সভাপতি কে এম মুত্তাকী, সাধারণ সম্পাদক খাইরুল হাসান জাহিন এবং সাবেক সভাপতি রুহুল আমিন।
অনুষ্ঠানে বক্তারা র্যাগিং এর সমালোচনা করেন এবং এর শেকড় উপরে ফেলার আহ্বান জানান। এছাড়াও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আগত নবীনদের প্রতি আহ্বান জানান তারা।
এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্বপ্নবাজি, পিকাসোর পায়রা, ট্রাভেলার্স, আবোলতাবোল, মনের মানুষ ও বাংলা ফাইভ নামে কয়েকটি ব্যান্ড দল।