শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা গুরুত্বপূর্ণ। কারণ লেখাপড়ার জন্য সুস্থ মন অপরিহার্য। আর সুস্থ মনের জন্য খেলাধুলা প্রয়োজন। খেলাধুলার গুরুত্ব বিবেচনা করে বিভাগগুলোতে খেলাধুলার জন্য আর্থিক বরাদ্দ দেয়া হয়েছে। খেলাধুলা বান্ধব পরিবেশ তৈরিতে আমরা কাজ করে যাচ্ছি। এ বিশ্ববিদ্যালয়ে আধুনিকমানের জিমনেসিয়াম ও টেনিসকোর্ট তৈরি করা হবে এবং খেলার মাঠকে আরো উন্নত করা হবে।’
তিনি ক্রিকেটে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘নিয়মকানুন মেনে সুন্দর খেলা উপহার দিতে হবে। শুধু খেলাধুলা নয়, সফলতার জীবনের সবক্ষেত্রেই নিয়ম মানতে হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, খেলাধুলা ও ক্রীড়া উপ-কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন এবং শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ-বিন- আম্বিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে মোট ২৮টি বিভাগ অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলা ওশেনোগ্রাফি ও জেনিটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়।