মাভাবিপ্রবিতে কাগমারী সম্মেলন দিবস পালিত

বিবিধ, ক্যাম্পাস

ডি‌স্ট্রিক্ট ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল | 2023-08-26 05:58:04

টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ঐতিহাসিক কাগমারী সম্মেলনের ৬৩তম দিবস পালিত হয়েছে।

দিবস‌টি উপলক্ষে শনিবার (৮ ফেব্রুয়া‌রি) সকালে কাগমারী সম্মেলনের ৫০ বছর পূর্তি স্মারক স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়। প‌রে সেখা‌নে বিশেষ দোয়া করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাসানী পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ভাসানী পরিষদের কার্যকরী সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাসানী পরিষদের কার্যকরী সভাপতি মুহাম্মদ ইপিয়ার হোসেন ও সাধারণ সম্পাদক এম এ আজাদ সোবহানী আল ভাসানীসহ ভাসানী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কাগমারী সম্মেলন ১৯৫৭ সালে অনুষ্ঠিত একটি বিশেষ তাৎপর্যবাহী জাতীয় সম্মেলন। যা পরবর্তীতে পাকিস্তানের বিভক্তি এবং স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ে বিশেষ ইঙ্গিতবহ ভূমিকা রেখেছিল। ১৯৫৭ সালের ৮ই ফেব্রুয়ারি থেকে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত টাঙ্গাইল জেলার কাগমারী নামক স্থানে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ৮ই ফেব্রুয়ারি ড. কাজী মোতাহার হোসেনের সভাপতিত্বে সম্মেলনটি শুরু হয়।

এ সম্পর্কিত আরও খবর