ইবি গ্রন্থাগারের বইয়ের তথ্য পাওয়া যাবে অনলাইনে

বিবিধ, ক্যাম্পাস

ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 07:28:43

গ্রন্থাগারে গিয়ে সেলফে থাকা বই খোঁজা গ্রন্থাগারের একটি সাধারণ দৃশ্য। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় গ্রন্থাগারও তার ব্যতিক্রম নয়। তবে এখন থেকে গ্রন্থাগারে গিয়ে সেলফে থাকা বই খোঁজার বেগ পোহাতে হবে না বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীদের। কেননা শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের খাদেমুল হারামাইন বাদশাহ ফাহদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগারে ডিজিটাল লাইব্রেরি অ্যাকসেস সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় গন্থাগারের নিচতলায় ডিজিটাল লাইব্রেরি অ্যাকসেস সেন্টারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, লাইব্রেরি অটোমেশন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবর রহমান, কেন্দ্রীয় গ্রন্থাগারিক আতাউর রহমান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক আক্কাস পাঠান প্রমুখ।

ডিজিটাল লাইব্রেরি অ্যাকসেস সেন্টারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

কেন্দ্রীয় গ্রন্থাগার সূত্রে জানা যায়, ডিজিটাল লাইব্রেরি অ্যাকসেস সেন্টারের মাধ্যমে নির্দিষ্ট বিভাগ বা শিরোনামে বইয়ের ক্ষেত্রে সে সকল বিভাগ বা শিরোনাম লিখে অনুসন্ধান করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সে বিষয়ে থাকা সব বইয়ের তালিকা ও তথ্য পেয়ে যাবেন। এছাড়া এর মাধ্যমে গ্রন্থাগারে থাকা যেকোনো বইয়ের নাম, লেখক, প্রকাশনী, এমনটি যে বিষয় সম্পর্কিত বই সে বিষয় এবং প্রতিটি বইয়ের জন্য থাকা নির্দিষ্ট বার কোড দিয়ে অনুসন্ধান করলেও বইটি সম্পর্কে যাবতীয় তথ্য তাৎক্ষণিক পাওয়া যাবে।

কেন্দ্রীয় গ্রন্থাগারিক আতাউর রহমান বার্তা২৪.কম-কে বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ডিজিটাল লাইব্রেরি অ্যাকসেস সেন্টার চালু করা হয়েছে। এটি দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে দ্বিতীয়। প্রাথমিকভাবে প্রায় ৫০ হাজার বইয়ের তথ্য অনলাইনের আওতায় আনা হয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর