রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের বিষয় কোড বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) অন্তর্ভুক্তির দাবিতে ডাকা আমরণ অনশন স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ জানুয়ারি থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) বিষয় কোড অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলন চলছে। গত ২৮ জানুয়ারি স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোববার (৯ ফেব্রুয়ারি) থেকে অনশনে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। অনিবার্য কারণবশত আন্দোলন স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীরা গত ১৯ জানুয়ারি থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে বিষয় কোডের দাবিতে র্যালি, মানববন্ধন, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও প্রতীকী প্রতিবাদ করে আসছেন।