জাবিতে ‘গ্রামীণ ভারতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ’ শীর্ষক সেমিনার

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 08:03:36

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের আয়োজনে ‘গ্রামীণ ভারতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সময় ইউনিভার্সিটি অব কলকাতার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. প্রভাত কুমার দত্ত ভারতের সরকার ব্যবস্থা, স্থানীয় প্রশাসন, গ্রাম সরকার কাঠামো ও প্রশাসনের বিকেন্দ্রীকরণের উপর প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারের সভাপতিত্ব করেন লোক প্রশাসন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক জেবউননেছা।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপ-উপাচার্য অধ্যাপক আবুল কাশেম মজুমদার, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা আক্তার, লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক নুরুল আমিন, মাহমুদুর রহমান ও ফারহানা আফরোজ, সহকারী অধ্যাপক মনির উদ্দিন শিকদার ও আবু সাইফ মো. তৌহিদুল আনাম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর