রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলের সামনের দুই দোকানে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় রাখায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিভিন্ন হলের সামনে থাকা দোকানগুলোতে অভিযান চালিয়ে ভোক্তা সংরক্ষণের সহকারী পরিচালক হাসান আল মারুফ তাদের জরিমানা করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মাদার বখশ হলের সামনের মনিরুল স্টোরকে ৫১ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা এবং জিয়া হলের সামনে মডার্ন ফটোস্ট্যাটকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা সংরক্ষণের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্য দোকানিরা সংরক্ষণ করে থাকেন। সাধারণ শিক্ষার্থীরা যেন মেয়াদোত্তীর্ণ খাবার খেয়ে অসুস্থ না হয়ে যান, এর জন্য আমরা অভিযান শুরু করেছি। আজ দু’টি দোকানে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় সংরক্ষণ করায় তাদের জরিমানা করা হয়েছে। ধারাবাহিকভাবে সামনের দিনগুলোতে অভিযান চলবে।