ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটের সদস্য হলেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসাধারণ সম্পাদক (এজিএস) ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের ২০ (১)(এম) ধারা অনুযায়ী ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনকে বিশ্ববিদ্যালয় সিনেটের সদস্যপদে মনোনয়ন দিয়েছেন।
১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের ২০ (ঠ) ধারা অনুযায়ী, ডাকসু মনোনীত শিক্ষার্থীদের পাঁচজন প্রতিনিধি বিশ্ববিদ্যালয় সিনেটের সদস্য হবেন।
এর আগে এই পদ থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ১৪ জুলাই ইস্তফা দিয়েছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পদচ্যুত সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। সেই পদেই এখন স্থলাভিষিক্ত হয়েছেন সাদ্দাম।