বেরোবিতে জমে উঠেছে গুনগুন-রণন বইমেলা

বিবিধ, ক্যাম্পাস

বেরোবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 11:15:41

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শুরু হওয়া গুনগুন-রণন ছয় দিনব্যাপী বইমেলা বেশ জমে উঠেছে। বইপ্রেমীদের আনাগোনায় মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া রোড, বিজয় সড়ক ও স্বাধীনতা স্মারকসহ বুক স্টলগুলো।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুনগুন-রণন আয়োজিত বইমেলায় এবছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি ঢাকা ও রংপুরের বিভিন্ন প্রকাশনী এবং শিল্প-সাহিত্য বিষয়ক সংগঠনসহ মোট ২৮টি স্টল অংশ নিয়েছে।
জনপ্রিয় লেখক, কবি-সাহিত্যিকদের বই ছাড়াও শিশুতোষ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত অনেক বই শোভা পেয়েছে মেলার স্টলগুলোতে।

গত বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ বইমেলা চলবে ১৭ ফেব্রুয়ারি রাত ৮ টা পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার পাশাপাশি রয়েছে বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনা।

বইমেলায় চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এএসএম জাকির হোসেন বার্তা২৪.কম-কে বলেন, ‘বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র। গুনগুন-রণন আয়োজিত বইমেলার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই পড়ার আগ্রহ দিনদিন বাড়ছে। আমি মনে করি প্রতিটা বিশ্ববিদ্যালয়ে এ রকম বইমেলার আয়োজন করা উচিৎ।’

এদিকে, রংপুর শহর থেকে বইমেলায় ঘুরতে আসা রবিউল ইসলাম তার অনুভূতির কথা ব্যক্ত করেন। তিনি বার্তা২৪.কম-কে বলেন, ‘ছোটবেলা থেকেই আমার বই পড়ার প্রতি প্রচুর ঝোঁক। সেই আগ্রহ থেকে গুনগুন-রণনের বইমেলায় কিছু নতুন বই কিনতে এসেছি।’

‘দ্যা বিউটি অব বিআরইউআর ক্যাম্পাস’ নামক স্টলের বই বিক্রেতা রাফিন আহমেদ অনিক বলেন, ‘ছয় দিনব্যাপী মেলায় বইপ্রেমীদের বেশ সাড়া পাওয়া যাচ্ছে। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের বইগুলো বেশি বিক্রি হচ্ছে। বাকি চারদিনে আরও ভালো সাড়া পাওয়া যাবে বলে আশা করছি।’

বইমেলার আয়োজক ও গুনগুনের সভাপতি উমর ফারুক বার্তা২৪.কম-কে বলেন, ‘বইয়ের সঙ্গে শিক্ষার্থীদের নিবিড় সম্পর্ক তৈরি করতেই এ বইমেলার আয়োজন। সবার অংশগ্রহণে ছয় দিনব্যাপী মেলা প্রাণবন্ত হবে এটাই প্রত্যাশা।’

এ সম্পর্কিত আরও খবর