বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় যবিপ্রবির ছেলেদের অ্যাথলেটিক্স দল চ্যাম্পিয়ন এবং মেয়েদের দল দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের হাতে চ্যাম্পিয়ন ও দ্বিতীয় রানার-আপের ট্রফি তুলে দেন।
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় যবিপ্রবি নয়টি স্বর্ণপদক, তিনটি রৌপ্য পদক ও চারটি ব্রোঞ্জ পদক পেয়ে সর্বমোট ৬৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
এ নিয়ে টানা ছয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব ধরে রাখলো যবিপ্রবি। প্রতিযোগিতায় যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জহির রায়হান ব্যক্তিগত পাঁচটি ইভেন্টে স্বর্ণপদক পেয়ে শ্রেষ্ঠ অ্যাথলেট হিসেবে স্বীকৃতি লাভ করেন। এ ছাড়া আল-আমিন হোসেন দুটি, মনিরুল ইসলাম একটি এবং আজিজুল ইসলাম, আবু কাওসার, জহির রায়হান ও মনিরুল ইসলাম দলগতভাবে একটি স্বর্ণপদক লাভ করেন।