কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে আয়োজিত ফিন ফেস্ট-২০২০ এর পিঠা ব্যাংকিং অনুষ্ঠানে নিজ হাতে পিঠা বানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
ফিন ফেস্টের শুরুতে উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন শেষে ফিন্যান্স বিভাগের শিক্ষক শিক্ষার্থীসহ বর্ণাঢ্য র্যালি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপাচার্যসহ অন্যান্য অতিথিবৃন্দ পিঠা ব্যাংকিং ঘুরে দেখেন। এছাড়াও উপাচার্য নিজ হাতে পিঠা বানিয়ে অনুষ্ঠানে এক নতুন মাত্রা যোগ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ে এমন অনুষ্ঠান হবে এটাই তো কাম্য। ফিন্যান্স বিভাগের অন্যান্য বিভাগ সমূহ যদি এমন প্রোগ্রাম আয়োজন করে তাহলে পড়ালেখার পাশাপাশি সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি হবে।