অবশেষে তালামুক্ত বশেমুরবিপ্রবি

বিবিধ, ক্যাম্পাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ | 2023-09-01 17:14:40

অবশেষে তালামুক্ত হয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে আল্টিমেটাম দিয়ে তালা খুলে দেয় ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কারিমুল হক।

তিনি বলেন, ইতিহাস বিভাগের অনুমোদন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা মার্চের ৫ তারিখ পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে অনুমোদন দেয়া না হলে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবন ঘেরাও ও আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি ইউজিসিতে অনুষ্ঠিত এক সভায় বিশ্ববিদ্যালয়টিতে ইতিহাস বিভাগের অনুমোদন না দিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ প্রদান করা হয়। এর প্রতিবাদের ওই দিন রাতে প্রশাসনিক ও একাডেমিক ভবন তালাবদ্ধ করে আন্দোলন শুরু করে বিভাগটির ৪১৩ শিক্ষার্থী। ফলে অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়।

এ সম্পর্কিত আরও খবর