‘আমরা শ্রম ও মেধায় বাবুই পাখির মত সৃষ্টিশীল হতে চাই’ এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংস্কৃতিক মেলা-২০২০। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘জলসিঁড়ি’র আয়োজনে সপ্তাহব্যাপী এ মেলা ২২ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সাংস্কৃতিক মেলার ব্যাপারে মেলার আহ্বায়ক আসিফা সুলতানা আশা বার্তা২৪.কম-কে জানান, পুরো মেলা জুড়ে আমাদের নানা আয়োজন থাকছে। এর মধ্যে রোড পেইন্ট, নাটক, গান, ফানুস উৎসব ইত্যাদি।
তিনি আরও জানান, ২২ ফেব্রুয়ারি সকালে র্যালির মধ্যে দিয়ে সপ্তাহব্যাপী উৎসবের শুরু হবে। এছাড়া সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে নাটক নিত্যপূরাণ, ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে কাওয়ালী সন্ধ্যা, ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় নাটক উর্ণাজল, ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় নাটক চন্দ্রাবতী, ২৬ ফেব্রুয়ারি ফানুস উৎসব এবং ২৮ ফেব্রুয়ারি জলসিঁড়ি’র সাবেক ও বর্তমান কর্মীদের পুনর্মিলনীর মধ্য দিয়ে শেষ হবে মেলার আয়োজন।