বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে আনন্দ র্যালি বের করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্যোগে এ র্যালি বের করা হয়। ২০১১ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেই থেকে এই দিনটি বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বিশ্ববিদ্যালয় দিবসকে বরণ করে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় নানা কর্মসূচি।
শনিবার সকাল সাড়ে ১০ টায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ডক্টর দিল আফরোজ বেগম। এরপর বের করা হয় আনন্দ র্যালি। র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বরিশাল-ভোলা সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। র্যালি শেষে সবাইকে মিষ্টি খাওয়ানো হয়৷
পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্স ( সম্মান) প্রথম বর্ষের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।