ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ৪র্থ শ্রেণির কর্মচারীদের আবাসিক ভবন বঙ্গবন্ধু টাওয়ার থেকে ৩২ পিস ইয়াবা, দুটি মদের বোতল, ৫টি মোবাইল ফোন, কয়েকটি সিম ও কয়েক হাজার টাকাসহ দুইজন ইয়াবার কারবারিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, নাহিদ, সৌরভ ও নিসা। তাদের মধ্যে নাহিদ বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর ছেলে। বাকি দুজন ইয়াবার ব্যবসায়ী বলে জানিয়েছেন পুলিশ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু টাওয়ারের ৬ নম্বর কক্ষ থেকে তাদের আটক করে শাহবাগ ও কলাবাগান থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু টাওয়ারে মাদক রয়েছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। কলাবাগান থানা প্রথমে খবর পেয়েছে। তারপর শাহবাগ ও কলাবাগান থানার পুলিশ সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটক বহিরাগত দুইজনই ইয়াবার ডিলার।
ওসি আবুল হোসেন বলেন, কলাবাগান থানা আগে খবর পেয়েছে। কলাবাগান থানার সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। একটি মাদক মামলাও হয়েছে তাদের বিরুদ্ধে।