বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পর এবার সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে সান্ধ্যকালীন কোর্স সাময়িক বন্ধ রাখার নির্দেশও প্রধান করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য বার্তা২৪.কম-কে এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে আরও জানানো হয় আগামীকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্স নিয়ে সমন্বিত নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নীতিমালা না হওয়া পর্যন্ত সান্ধ্যকালীন কোর্সসহ সব ধরনের অনিয়মিত কোর্স সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।