ইবিতে উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিবিধ, ক্যাম্পাস

ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-15 04:05:13

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)  উন্নয়ন অধ্যয়ন বিভাগের আয়োজনে 'উন্নয়ন বিষয়ক কর্মশালা' অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনে এ কর্মশালা শুরু হয়।

কর্মশালায় উন্নয়ন বিষয়ক বিভিন্ন ধারণা ও পদ্ধতি বিশেষ করে বাংলাদেশে উন্নয়নের সঙ্গে উন্নত বিশ্বের তুলনামূলক বিশ্লেষণসহ নানা বিষয়ে আলোকপাত করা হয়।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. নাসিম বানুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ।

এছাড়া উন্নয়ন অধ্যায়ন বিভাগের প্রভাষক এইচ এম নাহিদ, হাফিজুর রহমান, ফিরোজ হোসাইনসহ কর্মশালায় বিভাগের বিভিন্ন বর্ষের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অধ্যাপক ড. নাসিম বানু বার্তা২৪.কমকে বলেন, 'কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের কনসেপ্ট ডেভেলপ করার চেষ্টা করা হয়েছে। একজন শিক্ষার্থী একটি রাইট ইনফরমেশন সার্চ করে কিভাবে রিসার্চের কাজে ব্যবহার করতে পারে সে সম্পর্কে ধারণা দেয়া হয়েছে।'

এ সম্পর্কিত আরও খবর