রাজশাহী বিশ্ববিদ্যালয়স্থ ঝিনাইদহ জেলা সমিতির উদ্যোগে জেলার ৮৫ অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। অসচ্ছল ও মেধার ভিত্তিতে এ বৃত্তি প্রদান করা হবে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক ও বৃত্তিপ্রদান কমিটির আহ্বায়ক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বৃত্তিপ্রদান উপলক্ষে আগামী ২৭ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা সমিতি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে জাহেদী ফাউন্ডেশন স্কলারশিপ-২০২০’ ও ‘মেয়র মিন্টু স্কলারশিপ-২০২০’ এর আওয়তায় রাবিতে অধ্যয়নরত জেলার ৮৫ অসচ্ছল শিক্ষার্থীকে এককালীন ৭ হাজার পাঁচশত টাকা করে দেওয়া হবে। রেডিয়েন্ট ফার্মাসিটিকালস লিমিটেড ও জাহেদী ফাউন্ডেশনের চেয়্যারম্যান নাসের শাহারিয়ার ও ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর পৃষ্ঠপোষকতা করছেন।
এ দিন বেলা বেলা ১১টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন রেডিয়েন্ট ফার্মাসিটিকালস লিমিটেড ও জাহেদী ফাউন্ডেশনের চেয়্যারম্যান নাসের শাহারিয়ার জাহেদী মাহুল। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম, বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. নূর-উর-রহমান, রাবি উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাবিস্থ জেলার শিক্ষার্থীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।