‘জিপিএ-৫ না পেলে বাবা-মায়ের চেহারা বাংলা ৫ হয়ে যায়’

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 06:53:57

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এখন জিপিএ-৫ নিয়ে একটা উন্মাদনা আছে। সন্তানরা জিপিএ-৫ না পেলে বাবা-মায়েদের চেহারাটাও বাংলা ৫ এর মতো হয়ে যায়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলে 'ফিজিক্স অলিম্পিয়াড-২০২০' উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, ‘জিপিএ-৫ নিশ্চয় জীবনের একমাত্র উদ্দেশ্য হতে পারে না। পড়াশোনা করব, নিশ্চয় ভালো ফলাফল করতে চাই। কিন্তু জিপিএ-৫ নিয়ে যে ধরনের উন্মাদনা, বিশেষ করে বাবা-মায়েদের মধ্যে দেখি, তাতে আসলেই খুব কষ্ট লাগে।’

খেলতে খেলতে শেখা উচিত উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের শেখাটা আমরা যতবেশি খেলতে খেলতে শিখব, করতে করতে শিখব, ততবেশি শেখাটা সুন্দর হবে, ভালো হবে।’

‘প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী, সক্ষমতা ও প্রস্তুতি অনুযায়ী ভালো করবে। কিন্তু লেখাপড়াটা হতে হবে আনন্দের সঙ্গে। এখন জিপিএ-৫ এর চাপে আমাদের পুরো শিক্ষা জীবনটা নিরানন্দ হয়ে যায়। এটা কোনো কাজের কথা নয়। আমাদের আনন্দের সঙ্গে লেখাপড়া করতে হবে,’ যোগ করেন মন্ত্রী।

তিনি আরো বলেন, ‘কোনো চাপ যেন শিক্ষার্থীদের লেখাপড়ার সব আনন্দ নষ্ট করতে না পারে, সেটার ব্যবস্থা আমাদের করতে হবে।’

এসময় ফিজিক্স অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের নতুন জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান মন্ত্রী।

এ সম্পর্কিত আরও খবর