তরুণ ২ গবেষকের নতুন প্রজাতির ব্যাঙ আবিষ্কার

বিবিধ, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 18:01:15

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রাণীবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী এবং প্রাণী বিজ্ঞানী হাসান আল রাজি চয়ন একটি নতুন প্রজাতির ব্যাঙের আবিষ্কার করেছেন। এই কাজে সহযোগিতায় ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী মার্জান মারিয়া (১২তম ব্যাচ)।

পুরো গবেষণা কাজটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন আরেক প্রাণী বিজ্ঞানী সংযুক্ত আরব আমিরাত বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবির বিন মোজাফফর।

তারা গত বছর ২০১৯ সালের এপ্রিল-মে মাসে মৌলভীবাজার জেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান ও আদমপুর সংরক্ষিত বন থেকে ১৮-২২ মিলিমিটার আকৃতির ছোট কিছু ব্যাঙ সংগ্রহ করেন। ব্যাঙটির শারীরিক গঠন, ডিএনএসহ নানান পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় ব্যাঙটি ‘Raorchestes’ এর একটি ব্যাঙ, যেটি আগে আবিষ্কার করা হয়নি।

ব্যাঙটির আবিষ্কারের বিষয়ে জানতে চাইলে প্রাণী গবেষক হাসান আল রাজি চয়ন বলেন, ‘ব্যাঙটি সংগ্রহের পর আমরা নানান পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি এই ব্যাঙটি সম্পর্কে আগে কোনো তথ্য কোথাও প্রকাশ হয়নি।’

তিন গবেষক

ব্যাঙটির নামকরণ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা ব্যাঙটির নাম দিয়েছি বাংলাদেশের বিখ্যাত প্রাণী বিজ্ঞানী ড.আলী রেজা খানের নাম অনুসারে- Raorchestes razakhani।’

বাংলাদেশের বন্যপ্রাণীর গবেষণা ও সংরক্ষণে ড. আলী রেজা খানের ভূমিকা অপরিসীম। তিনি আরও বলেন, ‘ব্যাঙটির সম্পর্কিত গবেষণা পত্রটি অতি শীঘ্রই আমেরিকান বিখ্যাত জার্নাল যুকিসে প্রকাশিত হবে। এই আবিষ্কারটি তিনি দেশবাসীকে মুজিব বর্ষের একটি উপহার হিসেবে দিতে চান।’

এ সম্পর্কিত আরও খবর