চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত মাস্টাররোল কর্মচারীরা।
সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের পাশে তারা এ কর্মসূচি পালন করেন।
অনশনে মাস্টাররোল ঐক্য পরিষদের সভাপতি মাসুদুর রহমান মাসুদ বলেন, বর্তমানে কোন বিশ্ববিদ্যালয়ে মাস্টাররোল হিসেবে কর্মচারী নেই। শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়ে আমরা কাজ করছি মাস্টাররোল হিসেবে।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি থেকে আমাদের জন্য অর্থ বরাদ্দ হয়। কিন্তু সিন্ডিকেটে আমাদের বিল পাস না হওয়ায় আমাদের চাকরি স্থায়ী হচ্ছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন সময় নতুনভাবে স্থায়ী কর্মচারী নিয়োগ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমদের চাকরি স্থায়ী না করে নতুন ভাবে কর্মচারী নিয়োগের নিন্দা জানাই।
এসময় তিনি দ্রুত সকল মাস্টাররোল কর্মচারীদের চাকরি স্থায়ী করার দাবি জানান।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি থেকে মাস্টাররোল কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি পালন করে আসছে।