বেরোবি উপাচার্যের দরজায় শিক্ষকদের অবস্থান

, ক্যাম্পাস

বেরোবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-29 17:05:30

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ ক্যাম্পাসে যেন নিয়মিত উপস্থিত হন সে দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ‘অধিকার সুরক্ষা পরিষদ’ নামে শিক্ষকদের একটি সংগঠন।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর দেড়টায় উপাচার্যের অফিস কক্ষের দরজায় ব্যানার টাঙিয়ে এ কর্মসূচি পালন করেন অধিকার সুরক্ষা পরিষদের নেতারা।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে উপাচার্যের উপস্থিতি-অনুপস্থিতির তালিকা সম্বলিত একটি হাজিরা খাতা অবমুক্ত করে অধিকার সুরক্ষা পরিষদ। তার কিছুদিন আগে উপাচার্যের দরজায় ২১ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপিও সাঁটিয়ে দেন শিক্ষকরা।

অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মতিউর রহমান বার্তা২৪.কমকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রধান অভিভাবক উপাচার্য দিনের পর দিন অনুপস্থিত থাকায় একাডেমিক ও প্রশাসনিক কাজে নানা ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে তার সঙ্গে যে সাক্ষাৎ করব সে সুযোগ পাচ্ছি না। তাই ক্যাম্পাসে উপাচার্যের উপস্থিতি ও সাক্ষাতের দাবিতে আমরা এ অবস্থান কর্মসূচি পালন করেছি।’

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. তুহিন ওয়াদুদ বার্তা২৪.কমকে বলেন, ‘উপাচার্যকে সার্বক্ষণিক ক্যাম্পাসে উপস্থিত থাকবার জন্য নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু নিয়োগের শর্ত অমান্য করে দিনের পর দিন ক্যাম্পাসে অনুপস্থিত থাকছেন তিনি। উপাচার্য একাই কয়েকটি অনুষদের ডিন, কোষাধ্যক্ষসহ প্রশাসনিক দায়িত্বে আছেন। এমনকি অর্ধশত কোর্স পড়াবার দায়িত্ব নিয়েছেন। কিন্তু কোর্সগুলোর ক্লাস না নিলেও টাকা নেন তিনি। এটাতো হতে পারে না।’

এ বিষয়ে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এইচ.এম তারিকুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘উপাচার্য যোগদানের পর থেকেই ধারাবাহিকভাবে ক্যাম্পাসে অনুপস্থিত থাকছেন। এটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যায় না। উপাচার্য ক্যাম্পাসে অনুপস্থিত থাকাসহ নানা ধরনের দুর্নীতি করে যাচ্ছেন। ক্যাম্পাসে স্বেচ্ছাচারী উপাচার্যের উপস্থিতি ও সাক্ষাতের দাবিতে আমাদের এ অবস্থান কর্মসূচি।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিত্য ঘোষ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক কমশেল চন্দ্র রায়, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ চৌধুরী, বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের দফতর সম্পাদক সৈয়দ আনোয়ারুল আজিম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেলাল উদ্দিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাসনীম হুমাইদা প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর