ইতিহাস বিভাগের দাবিতে বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের অনশন চলছে

বিবিধ, ক্যাম্পাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ | 2023-08-19 05:35:13

ইতিহাস বিভাগের দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (৮ মার্চ) সকালে প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলন শুরু করেন তারা। এ সময় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে শ্লোগান দিতে থাকেন।

ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র কারিমুল হক জানান, তাদের আন্দোলনের অংশ হিসেবে ৫০ জনের একটি দল সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

উল্লেখ্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক তদন্ত কমিটি গঠন করায় গত ২১ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা ৫ মার্চের মধ্যে দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছিলেন। এ সময়ের মধ্যে দাবি মেনে না নিলে আবারও আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় ৬ মার্চ থেকে আবারও আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি ইউজিসিতে অনুষ্ঠিত এক সভায় বিশ্ববিদ্যালয়টিতে ইতিহাস বিভাগের অনুমোদন না দিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ প্রদান করা হয়। এই ঘোষণার পর থেকেই শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।

এ সম্পর্কিত আরও খবর