করোনা নিয়ে প্যানিক ছড়ানোর কারণ নাই: ঢাবি প্রক্টর

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 15:47:20

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেছেন, নিরাপদ নিজে থাকব, অন্যকে নিরাপদ রাখব এ ধরনের একটা সচেতনতা, দায়িত্ববোধ এবং সতর্ক অবস্থান থেকে আমরা কাজ করব। এটা নিয়ে প্যানিক ছড়ানোর কোনো কারণ নাই।

বাংলাদেশে করোনাভাইরাসে তিন রোগী শনাক্ত হওয়ার পর ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জন সমাগম সৃষ্টি হতে পারে এমন কনসার্ট, মিছিল মিটিং নিষিদ্ধের দাবি তুলেছেন’ এ সম্পর্কে করা এক প্রশ্নের জবাবে রোববার (৮ মার্চ) তিনি একথা বলেন।

প্রক্টর বলেন, আমি নিউজ দেখেছি। আমাদের ব্যক্তিগত পর্যায়ে যে যে সতর্কতা অবলম্বন করা দরকার এবং ব্যক্তিগত করণীয় কাজগুলো আমরা করব।

বিশেষজ্ঞদের বরাত দিয়ে তিনি বলেন, পাবলিক সমাগমের প্রয়োজন না হলে আমরা সেগুলো পরিহার করতে পারি। এই ডিসিশনগুলো আমাদের ব্যক্তিগতভাবে নিতে হবে।পাশাপাশি সবার সহযোগিতা থাকবে। নিরাপদ নিজে থাকব,অন্যকে নিরাপদ রাখব এ ধরনের একটা সচেতনতা, দায়িত্ববোধ এবং সতর্ক অবস্থান থেকে আমরা কাজ করব।

তিনি বলেন, আমাদের যারা মেডিকেল এক্সপার্ট আছেন, স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োজিত আছেন তাদের পরামর্শ আলোকে নিজেদের রক্ষা করব এবং অন্যকে রক্ষা করতে চেষ্টা করব।

এরআগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের কনসার্ট, বহিরাগত প্রবেশ, মিছিল মিটিং নিষিদ্ধ করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সম্পর্কিত আরও খবর