জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে আনন্দ মিছিল বের করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে আগত শিক্ষার্থীদের আবাসিক হলসমূহে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এসময় নবীন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে বিভিন্ন হল ইউনিটের ছাত্রলীগের পক্ষ থেকে পৃথক পৃথক আনন্দ ও শুভেচ্ছা মিছিল করা হয়।
মিছিলে হল ইউনিটের ছাত্রলীগ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় তারা ‘এসো নবীন দলে দলে, ছাত্রলীগের পতাকা তলে’সহ বিভিন্ন স্লোগানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান।
নবীন শিক্ষার্থীদের আবাসন সংকটসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় জানিয়ে শাখা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক মাইনুল হোসেন রাজন বলেন, 'বিশ্ববিদ্যালয়ের আসন সংকট সমাধান করাসহ সকল ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে শাখা ছাত্রলীগ। ক্যাম্পাসে যারা নবীন হয়ে এসেছে তাদের সর্বাত্মক সহযোগিতা করতে ছাত্রলীগ অঙ্গীকারাবদ্ধ।'