মুজিববর্ষ উপলক্ষে নিজ প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের দুপুরে বিনামূল্যে খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আগামী ১৭ মার্চ থেকে এ কর্মসূচি পালন করা হবে।
মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. আব্দুল বাকি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুজিববর্ষ উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে নিয়মিতভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দরিদ্র শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় একবেলা বিনামূল্যে খাওয়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতি বিভাগ থেকে তিনজন শিক্ষার্থীকে এই সুবিধার আওতাভুক্ত করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই উপলক্ষে প্রত্যেক বিভাগ ও ইনস্টিটিউট থেকে আগামী ১২ মার্চের মধ্যে তিনজন শিক্ষার্থীর নাম পাঠানোর জন্য বিভাগীয় চেয়ারম্যান ও পরিচালকদের নির্দেশনা দেয়া হয়েছে।