করোনা আতঙ্কে বুয়েট শিক্ষার্থীদের ক্লাস বর্জন

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 04:47:40

করোনা আতঙ্কে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

শনিবার (১৪ মার্চ) এ বিষয়ে আলোচনার জন‌্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বসার সিদ্ধান্ত নেন তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনা আতঙ্কে শিক্ষার্থীরা অনেকে ক্যাম্পাস বন্ধের দাবি জানিয়েছেন। সেটার অংশ হিসাবে শিক্ষার্থীদের পক্ষ থেকে আজ ক্লাস ক্লাসে না আসার ঘোষণা দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের শিক্ষার্থী বলেন, আজকে শিক্ষার্থীদের পক্ষ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। তাই অনেকে আসেননি। তবে প্রশাসনিকভাবে কোনো সিদ্ধান্ত আসেনি।

বুয়েটের ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক (ডিএসডব্লিউ) ড. মিজানুর রহমান বলেন, কে বন্ধের সিদ্ধান্ত দিয়েছে? আমাদের পক্ষ থেকে এখনও কোনো ধরনের বন্ধের সিদ্ধান্ত দেওয়া হয়নি।

শিক্ষার্থীরা অনেকে ক্লাস করছেন না এমন প্রশ্নে তিনি বলেন, গত বৃহস্পতিবার আমাদের স্পোর্টস ছিল। সে কারণে অনেকে হয়ত আজকে ক্লাস নাও করতে পারে। কিন্তু আমাদের সব ধরনের ক্লাস খোলা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর