বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধের পক্ষে ডাকসু

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪. কম | 2023-08-24 08:13:01

করোনা প্রতিরোধে শিক্ষার্থীদের সুরক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাময়িক বন্ধ চেয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

রোববার (১৫ মার্চ) ডাকসু ভবনে এক বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর ও এজিএস সাদ্দাম হোসেন।

ডাকসু ভিপি নুরুল হক নুর বার্তা২৪.কমকে বলেন, সভাতে মোটামুটি সবাই বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধের পক্ষে মত দিয়েছেন। এসময় লিখিত প্রেস বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবাই বন্ধের পক্ষে কিন্তু প্রেস রিলিজ দিতে অনেককে অনিচ্ছা প্রকাশ করতে দেখা গেছে।

ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন বলেন, ডাকসুর সর্বসম্মতি সিদ্ধান্তের ভিত্তিতে আমরা বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধের আহবান জানিয়ে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দিয়েছি। তিনি বলেন, আমরা মনে করি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবান্ধব। তাই বিশ্বব্যাপী এ মহামারি মোকাবেলায় তারা আমাদের দাবীসমূহ পূরণ করবে।

সাদ্দামের স্বাক্ষরকৃত স্মারকলিপিতে দেখা যায়, বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ প্রকল্পে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনা, সভা সমাবেশে বিধি নিষেধ আরোপ, আবাসিক হলগুলোতে পর্যাপ্ত পরিমাণ হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করা, ঢাবির মেডিকেলে আলাদাভাবে করোনাভাইরাসের জন্য চিকিৎসাকেন্দ্র স্থাপন গণ জমায়েত, গণ পরিবহন নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে বলা হয়।

এ সম্পর্কিত আরও খবর