বন্ধ হচ্ছে না ঢাবির আবাসিক হল!

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-21 09:07:43

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ১৮-২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস পরীক্ষা সাময়িক স্থগিত করা হলেও আবাসিক হলগুলো বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সোমবার (১৬ মার্চ) দুপুরে এক জরুরি সভা শেষে সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘যেহেতু বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দুটি কার্যক্রম ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে, সেহেতু হলের উপর একটা প্রভাব পড়বে।’ তবে হল খোলা বা বন্ধের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট মন্তব্য করতে দেখা যায়নি উপাচার্যকে।

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে, তবে ঢাবি কেন ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসলে অন্যদের সিদ্ধান্ত সম্পর্কে আমরা জানি না। আর এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত।’

পরবর্তীতে নির্দিষ্ট ক্যালেন্ডারে সমন্বয় করা হতে পারে বলেও জানান তিনি।

এরআগে সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট ভবনে উপাচার্যের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন- বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারপারসন, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রাধ্যক্ষরা।

এ সম্পর্কিত আরও খবর