ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও খেলাধুলাসহ অবকাঠামোগত উন্নয়নের সচিত্র প্রতিবেদন সম্বলিত ত্রৈমাসিক প্রকাশনা ‘ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তা’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে প্রকাশনাটির মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, প্রকাশনাটির সম্পাদক মণ্ডলীর সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান, সহকারী অধ্যাপক প্রদীপ কুমার অধিকারীসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বার্তা২৪.কমকে বলেন, ত্রৈমাসিক ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তাটি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্মারক গ্রন্থ। এটি পড়লে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সংস্কৃতি, গবেষণা, খেলাধুলা ও অবকাঠামোগত উন্নয়ন কতদূর এগিয়েছে, তা জানা যাবে।