করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গণসচেতনতামূলক প্রচার অভিযান ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনার নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল, প্রক্টর আতিউর রহমান, জনসংযোগ তথ্য ও প্রকাশনা দফতরের প্রশাসক অধ্যাপক ড. নাজমুল হক, বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক মো. হাসিবুর রশীদ, বিশ্ববিদ্যালয় মেডিকেল অফিসার ডা. বজলুর রশীদ ও জনসংযোগ কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা সচেতনতামূলক এ প্রচারাভিযানে অংশ নেন।