বন্ধ হলো বুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 11:56:33

করোনাভাইরাসের বিস্তার রোধে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

আগাম ১৮ মার্চ বিকেল ৫টার পর থেকে বুয়েটের আবাসিক হলগুলো বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি বা আত্মীয় স্বজনের বাসায় চলে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সচেতন থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।

এতে আরও বলা হয়, আবাসিক হলে বসবাসরত ছাত্র-ছাত্রীদের অনতিবিলম্বে তাদের নিজ নিজ বাড়ি, আত্মীয়-স্বজনের বাসায় চলে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে। ১৮ মার্চ বিকেল ৫টার পর থেকে বুয়েটের হলগুলো বন্ধ থাকবে।

এ সম্পর্কিত আরও খবর