বন্ধ হলো খুবি-কুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা | 2023-08-27 18:20:35

করোনাভাইরাসের বিস্তার রোধে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় দুটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খুবির বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ মার্চ দুপুর ১২টার পর আবাসিক হলগুলো বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ৩১ মার্চ সকাল দশটায় পুনরায় হলসমূহ খুলে দেওয়া হবে এবং ১ এপ্রিল থেকে পুনরায় শিক্ষাকার্যক্রম চালু হবে।

অন্যদিকে কুয়েটের বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয়ে আগামী ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ মার্চ বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর