‘বঙ্গবন্ধুর মতো দেশ গড়ার স্বপ্ন দেখতে হবে সবাইকে’

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-31 00:58:33

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেছেন, ‘দেশের প্রতিটি মানুষকে বঙ্গবন্ধুর মতো দেশ গড়ার কারিগর হিসেবে স্বপ্ন দেখতে হবে। একইসঙ্গে মহান এ নেতার আদর্শ বুকে ধারণ করে স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় জ্ঞান-বিজ্ঞানেও সমৃদ্ধ হতে হবে।’

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বাকৃবির বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বাংলার মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করে গেছেন। কালজয়ী এই মহান নেতার হাত ধরেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। আর এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বঙ্গবন্ধুর নাম স্বর্ণাক্ষরে লেখা আছে এবং আজীবন থাকবে।’

পরে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খানসহ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে সারাদিনব্যাপী পুষ্পস্তবক অর্পণের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ও জনসমাবেশ এড়াতে শ্রদ্ধাঞ্জলি ব্যতীত আর কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

এ সম্পর্কিত আরও খবর