ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারও বন্ধ ঘোষণা

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 03:34:04

বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস-পরীক্ষা বন্ধের পাশাপাশি এবার কেন্দ্রীয় গ্রন্থাগারের কার্যক্রমও ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. নাসির উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের করোনাভাইরাস আতঙ্ক নিরসন, পারস্পরিক দূরত্ব বজায় রাখা এবং বিশেষ করে সচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের পাঠকক্ষগুলো ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সোমবার (১৬ মার্চ) করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করলেও অন্যান্য কার্যক্রম চালু রেখেছিল কর্তৃপক্ষ। লাইব্রেরি সবচেয়ে বড় জনসমাগমস্থল বলে অনেকে সমালোচনাও করেছে। কারণ এখানে কয়েকশ শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করেন।

এ সম্পর্কিত আরও খবর