করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
আগামী রোববার (২২ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সঙ্গে সব ধরনের প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে।
করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সচেতন ও বাসায় অবস্থান করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এর আগে গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়।