পুরোপুরি 'আইসোলেসনে' যাচ্ছে ঢাবি ক্যাম্পাস

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 12:40:35

দেশব্যাপী করোনা (নভেল-১৯) ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্লাস-পরীক্ষা ও আবাসিক হলগুলো বন্ধের পর এবার পুরোপুরি আইসোলেসনে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস।

মঙ্গলবার বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড এ কে এম গোলাম রব্বানী।

এর আগে ঢাবি ক্যাম্পাস লকডাউন সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ পায়।জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, লকডাউন নয়,ক্যাম্পাস টোটাল আইসোলেসনে যাচ্ছে- এ লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।লকডাউনের সিদ্ধান্ত যদি সরকারিভাবে আসে আমরা সেটা অনুসরণ করব।

তিনি বলেন,আমাদের ক্যাম্পাসে যেহেতু জনসংখ্যা একদম নিম্ন পর্যায়ে নিয়ে আনা হয়েছে।আমাদের ক্লাস পরীক্ষা এবং আবাসিক হল সব যেহেতু বন্ধ রয়েছে।তাই আমরা আইসোলেসন তথা কোয়ারেন্টাইনের যে পলিসি সেগুলো স্ট্রিক্টলি অনুসরণ করতে যাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো ছাড়া অন্য গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না জানিয়ে তিনি বলেন, আমাদের গাড়ি ব্যতিত সবাইকে অন্যান্য এক্সেস ব্যবহার করার জন্য বলা হয়েছে।আর আমরা এক্সেসগুলো আস্তে আস্তে বেরিকেড দিয়ে ক্লোজড করে দেব।

এ সম্পর্কিত আরও খবর