অনির্দিষ্টকালের জন্য বেরোবি বন্ধ ঘোষণা

বিবিধ, ক্যাম্পাস

বেরোবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-25 04:02:55

করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে বার্তা২৪.কমকে এ খবর নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা দফতরের কর্মকর্তা আরিফুল ইসলাম।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম ( ক্লাস-পরীক্ষা) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া সরকার ঘোষিত ছুটি অনুযায়ী আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে সীমিত আকারে অতি জরুরি ও অত্যাবশ্যকীয় কার্যক্রম চালু থাকবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও পরিচ্ছন্ন শাখার সকল কর্মকর্তা-কর্মচারী যথারীতি দায়িত্ব পালন করবেন। মেডিকেল সেন্টারের ডাক্তাররা জরুরি ও টেলিমেডিসিন সেবা দেবেন। এছাড়া বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্যও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর