করোনা শনাক্তকরণে অনুমতি পেতে যাচ্ছে ঢাবিসহ ৪ বিশ্ববিদ্যালয়

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-20 06:05:47

করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আরও তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় ল্যাব সুবিধা রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মুনিরুজ্জামান বাকাউল স্বাক্ষরিত এ বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ সংক্রান্ত চিঠি স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে পাঠানো হয়েছে।

বাকি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়,যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

চিঠিতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব উপরোল্লিখিত দেশের চারটি বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাস (কোভিড ১৯) শনাক্তকরণ সুবিধার্থে ল্যাবসমূহে রিয়েল টাইম পিসিআর মেশিন রয়েছে বলে জানিয়েছে।

আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় ল্যাবসমূহে করোনা ভাইরাস রোগী শনাক্তকরণের প্রয়োজনীয় অবকাঠামো যাচাইপূর্বক বিশ্ববিদ্যালয়সমূহে করোনা শনাক্তকরণের ব্যবস্থা চালু করা যায় বলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ মনে করে।এমতাবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর