করোনায় রাবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 15:21:37

সারাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বেলা ১১টায় রাবি উপাচার্য ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় এই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান সভায় সভাপতিত্ব করেন।

বন্ধকালীন সময়ে জরুরি বিদ্যুৎ, পানি, টেলিফোন, চিকিৎসা ইত্যাদি যথারীতি চালু থাকবে।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সকল ক্লাস-পরীক্ষা এবং হল বন্ধ ঘোষণা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর