প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিচ্ছে যবিপ্রবি

, ক্যাম্পাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর | 2023-08-25 01:59:02

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে অসহায়দের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দিচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

এছাড়া যবিপ্রবির অসচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায়ও মে মাসের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেবে শিক্ষক সমিতি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতি থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বরাবর এ সংক্রান্ত চিঠি দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বার্তা২৪.কম-কে বলেন, ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেবেন বিশ্ববিদ্যালয়ের কর্মরত সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়া করোনার কারণে আটকে পড়া পাঁচ জন বিদেশি শিক্ষার্থীকে যবিপ্রবির শিক্ষার্থী কল্যাণ তহবিল থেকে সহায়তা দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অ্যালামনাই অ্যাসোসিয়েশন, যবিপ্রবি শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনও যবিপ্রবির অসচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে এবং সহযোগিতা অব্যাহত রেখেছে। এছাড়া যবিপ্রবিতে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নিজ উদ্যোগে অসহায় শিক্ষার্থী ও ব্যক্তিদের আর্থিকসহ বিভিন্নভাবে সহযোগিতা করছেন।’

এ সম্পর্কিত আরও খবর