শাবিপ্রবিতে করোনা পরীক্ষায় ল্যাবের উদ্বোধন

, ক্যাম্পাস

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | 2023-09-01 12:25:06

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) করোনাভাইরাস ‘কোভিড-১৯’ পরীক্ষার জন্য ল্যাব চালু হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুর ২টায় অনলাইনে এই ল্যাবের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

জানা গেছে, ল্যাবে প্রথম দিকে প্রতিদিন ৯৪টি নমুনা পরীক্ষা করা যাবে। পরবর্তীতে প্রতিদিন প্রায় ২০০টি নমুনা পরীক্ষা করা যাবে। আগামীকাল মঙ্গলবার থেকে শাবিপ্রবি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা যাবে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘এ ল্যাব চালুর ফলে সিলেট অঞ্চলে করোনাভাইরাস শনাক্তকরণ কাজ আরও সহজ হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, জিইবি বিভাগের প্রধান অধ্যাপক ড. শামসুল হক প্রধান, স্বাস্থ্য অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুলতানা রাজিয়া প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর