কুমিল্লার দেবিদ্বারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহরাওয়ার্দী ভূঁইয়া রাফী (২৩) নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি কুবির নৃ-বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
মঙ্গলবার (২ জুন) সকালে দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
সোহরাওয়ার্দী ভূঁইয়া রাফী গোপালনগর গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত রফিকুল ইসলাম ভূঁইয়ার ছেলে।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের এক শোক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজেদের ঘরের বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সোহরাওয়ার্দী। এ অবস্থায় স্থানীয়রা সোহরাওয়ার্দীকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার বাদ আসর জানাজা শেষে গোপালনগর ভূঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।