মাভাবিপ্রবির নতুন ছাত্র পরামর্শক ড. সাইফুল্লাহ

বিবিধ, ক্যাম্পাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল | 2023-08-29 15:05:19

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। আগামী দুই বছরের জন্য এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে এ পদে।

গত ৩০ জুন মাভাবিপ্রবির রেজিস্ট্রারের স্বাক্ষরিত একটি নোটিশে প‌রিচালক প‌দে তা‌কে দা‌য়িত্ব দেওয়া হয়।

জানা গে‌ছে, মাভা‌বিপ্রবি প্রতিষ্ঠার ২০ বছর পর ছাত্র পরামর্শক ও নি‌র্দেশনার জন‌্য প‌রিচাল‌ক প‌দে দা‌য়িত্ব দেওয়া হলো কোনো শিক্ষক‌কে।

পরামর্শক ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ ব‌লেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ। তারা আছে বলেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী আছে। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়েই ছাত্র পরামর্শক বা পরিচালক রয়েছে। মাভা‌বিপ্রবি‌তেও পদ‌টি ছিল। মাভা‌বিপ্রবির প্রথম পরিচালক হিসেবে চেষ্টা করব শিক্ষার্থী-শিক্ষকদের সমন্বয়ে একটি উইং তৈরি করার। চেষ্টা করব শিক্ষার্থীদের ক‌্যারিয়ার, উচ্চ শিক্ষা, মনস্তাত্বিক বিষয়সহ বিভিন্ন সমস্যা সমাধানের পরামর্শ দেওয়ার।

এ সম্পর্কিত আরও খবর