রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ও ইতিহাসবিদ ড. এবিএম হোসেন (৮৬) মারা গেছেন।
শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ২টায় রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এবিএম স্যারের মৃত্যুতে আমরা একজন অভিভাবক হারালাম। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি সেই সঙ্গে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, তিনি ১৯৩৪ সালে কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ধামতী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার পুরো নাম আবুল বাশার মোশারফ হোসেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯৬০ সালে যোগদান করেন তিনি। পরবর্তীতে তিনি বিভাগীয় প্রধান, চেয়ারম্যান, কলা অনুষদের ডীন ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছিলেন। তিনি ২০০১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রফেসর ইমেরিটাস হিসাবে সম্মাননা প্রাপ্ত হন।