করোনা উপসর্গ: চিকিৎসার জন্য ঢাকার পথে পবিপ্রবির ভিসি দম্পতি

, ক্যাম্পাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2023-08-20 22:15:39

করোনা উপসর্গ দেখা দেয়ায় উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. হারুন অর রশিদ ও তার স্ত্রী কনিকা মাহফুজকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া হচ্ছে।

সোমবার (১৪ জুলাই) সকালে ঢাকার উদ্দেশে তারা পটুয়াখালী ত্যাগ করে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কামরুল ইসলাম জানান, ভিসি স্যার ও তার স্ত্রী গত এক সপ্তাহ যাবৎ জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত। তাদের অবস্থার অবনতি হচ্ছে। তাই উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তারা এখন ঢাকার পথে।

তবে ভিসি দম্পতি করোনায় আক্রান্ত নয় বলে দাবি করেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর