সমাজসেবা অধিদফতরে পরিচালিত চাইল্ড সেনসিটিভ সােস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।
সমাজকর্মী পদে আগ্রহীরা আগামী ১৩ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
সিএসপিবি প্রকল্প, ফেইজ-২ এর জাতীয় প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব ডা. আশরাফী আহমদ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদের নাম: সমাজকর্মী
পদসংখ্যা: ১২৭ টি
যোগ্যতা: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজকর্ম/ সমাজকল্যাণ/ সমাজবিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত বিষয়ে বিষয়ে স্নাতক /স্নাতকোত্তর ডিগ্রিধারী/বি.বি.এ/এমবিএ/এল.এল.বি/ এলএলএম ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। শিশু সুরক্ষা ও উন্নয়ন কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত যােগ্যতা হিসেবে বিবেচিত হবে। আন্তর্জাতিক শিশু অধিকার সনদ, শিশু আইন ও কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষা বিষয়ে সম্যক ধারণা, বাংলা ও ইংরেজি যােগাযােগে (লিখিত ও মৌখিক) দক্ষতা, মাইক্রোসফট অফিস ব্যবহারে পারতর্শীতা থাকতে হবে।
বেতন: ২৩,১০০ টাকা
আবেদনের নিয়ম: আগ্রহী ও যােগ্যদের প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে আবেদন মেইল করতে হবে hrmcspb2020@gmail.com ঠিকানায়।